চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেয়া জোড়া শিশু মারা গেছে

চাঁপাইনবাবগঞ্জে জন্মগত পেট জোড়া লাগানো যমজ শিশু দুটিকে বাঁচানো গেলো না
ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর মহল্লার হোটেল শ্রমিক রুবেল ও আঙ্গুরী দম্পত্তির ঘরে জন্ম নেয়া পেট জোড়া লাগানো যমজ শিশু দুটিকে বাঁচানো সম্ভব হলোনা। রবিবার দুপুর ১ টার দিকে অপারেশন করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু দুটি।
এ বিষয়ে বিকালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পেট জোড়া লাগা দুটি শিশুর জন্ম হয়। যাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। হতদরিদ্র পরিবারে জন্ম নেয়ায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়। কিন্তু দুঃখের বিষয় ঢাকা পিজি হাসপাতালে প্রেরণের পর থেকে ৫ দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ রোববার দুপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
আরপি/টিএস-০৫
আপনার মূল্যবান মতামত দিন: