রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২১ ১৮:১২

আপডেট:
১৮ জানুয়ারী ২০২১ ২৩:২২

ছবি প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রলি ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার দুপুরে রহনপুর-যাতাহারা সড়কের ডোবার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে বাদশাহ (৩৫ )।

এ ঘটনায় আহতরা হলেন- উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের আব্দুস সালামের ছেলে শহিদুল (২৩), মুসলিমউদ্দিনের ছেলে মোবারক (৩১), নুরতাজ আলীর ছেলে মোরসালিন (২০) ও মটরসাইকেল চালক রাধানগর ইউনিয়নের কায়েমপুর গ্রামের আলতাস উদ্দিনের ছেলে সোহেল (৩৬)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে , সড়কের ওই স্থানে একটি ট্রলির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির যাত্রী চারজন ও মটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থানে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-রামেক এ নেয়ার পথে মারা যান বাদশাহ। অন্যজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

আরপি/টিএস-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top