আরইউজে সভাপতি পদে পুনঃভোট ২৩ জানুয়ারি

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি পদে পুনঃভোট অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি শনিবার। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে ভোটগ্রহণ করা হবে।
আরইউজে নির্বাচন পরিচালনা কমিটি এ ভোটগ্রহণ পরিচালনা করবে। আরইউজে সাধারণ সম্পাদক তানজিমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জানুয়ারি দুপুর দেড়টায় আরইউজের পুরাতন ও নতুন কমিটির যৌথসভা অনুষ্ঠিত হবে।
এরপর দুপুর ২টায় নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।ভোটগ্রহণ, সভা ও দায়িত্ব হস্তান্তর আরইউজে কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আরপি / এমবি-৯
আপনার মূল্যবান মতামত দিন: