রাজশাহী বুধবার, ১লা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

সততাই সমাজ উন্নয়নে সহায়ক : জেলা প্রশাসক


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২১ ০০:২৪

আপডেট:
১ মে ২০২৪ ২১:১৬

মত বিনিময়

রাজশাহীর বাঘা উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ,জন প্রতিনিধি ,গনমাধ্যম কর্মিসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময়কালে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, সততাই হচ্ছে সামাজিক উন্নয়নে সহায়ক।

কর্মকর্তা,জনপ্রতিনিধি কিংবা সমাজের সচেতন ব্যক্তিরা যদি নীতিগতভাবে সৎ হোন, তাহলে অনিয়ম, দুর্নীতি কমে যাবে। সমাজ তথা দেশের উন্নয়ন হবে। মাদক,বাল্য বিয়েসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক।

এর আগে তাকে ফুল দিয়ে শুভ্চ্ছো জানান, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক সমিতি ও বাঘা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন। এ সময় জেলা প্রশাসক বলেন, কর্মস্থল থেকে বিদায় বেলায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ফুলের শুভেচ্ছা নিয়ে যেতে পারলে নিজেকে গর্বিত কর্মকর্তা বলে গর্ভবোধ করবো।

সোমবার (১১ ডিমেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজার সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) নজরুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সরকার, ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আকতারুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, মুক্তিযোদ্ধা রয়েজ উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীম হোসেন, অধ্যক্ষ নছিম উদ্দীন, প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, বাঘা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক নুরুজ্জামান।


আরপি / এমবি-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top