রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

রাজশাহী সীমান্তে ১০০ বোতল চোলাই মদ আটক


প্রকাশিত:
১১ অক্টোবর ২০১৯ ০০:৩৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৪:০২

ছবি: আটককৃত মদ

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহী’র অধীনস্থ চারঘাট বিওপি’র নায়েব সুবেদার মোঃ টিপু সুলতান বিপি এর সাথে ৩ জনের একটি বিশেষ টহল দল আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মেরামতপুর নামক এলাকায় টহল পরিচালনা করে ১০০ বোতল বাংলাদেশী চোলাই মদ (২৫০ এমএল) আটক করেছে।

আটককৃত মদের আনুমানিক সিজার মূল্য সাত হাজার পাঁচশত টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মদ ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পিএসসি,অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

আটককৃত মদ প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে বলেও জানানো হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top