রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২

রাজশাহী প্রেসক্লাব সম্পাদক আসলাম যমুনা প্রতিদিনের উপদেষ্টা


প্রকাশিত:
১০ অক্টোবর ২০১৯ ২৩:৫১

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১৭:৫৮

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন’র(www.jamunaprotidin.com) প্রধান উপদেষ্টা হয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহবায়ক, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আসলাম-উদ-দৌলা।

বুধবার বিকেলে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সুলতানুল আরেফীন খান নিহালের পাঠানো এক বিবৃতিতে এমনটা জানানো হয়েছে।

এ ব্যাপারে এক বিবৃতিতে সম্পাদক জানান, ‘জনতার সাথে প্রতিদিন’ স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা যমুনা প্রতিদিনের উপদেষ্টা বিভাগে একজন কলম সৈনিক ও সংগঠককে পেয়ে যমুনা প্রতিদিনের পথচলা আরও সুগম হবে।তার দিকনির্দেশনামূলক বিভিন্ন পরামর্শে যমুনা প্রতিদিন অনলাইন পাঠকদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।’

অন্যদিকে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলাকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যমুনা প্রতিদিন পরিবার।

এদিন প্রতিনিধিদের পক্ষ থেকে পত্রিকাটির বার্তা সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, ‘রাজশাহী প্রেসক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদককে উপদেষ্টা হিসেবে পেয়ে সকল প্রতিনিধিরা আনন্দিত।সারাদেশের প্রতিনিধিরা তাকে অভিনন্দন এবং তার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন।’

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top