গোদাগাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরে ডুবে শাকিলা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শাকিলা উপজেলার পানিহার এলাকার পোহাপুর গ্রামের ইয়াহিয়ার মেয়ে। এছাড়া শাকিলা কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পরীক্ষা দিতে যাওয়ার জন্য বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নামে শাকিলা। কিচ্ছুক্ষণ পর তার সহপাঠিরা স্কুলের দিকে যাওয়ার সময় পুকুরের পাড়ে শাকিলার জামা কাপড় দেখতে পেয়ে পরিবার ও এলাকাবাসীকে খবর দিলে কিচ্ছুক্ষণ খোঁজার- খুজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পুকুরে ডুবে একটি শিশু মারা যাওয়ার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবিষয়ে মামলা হবে।
স/এআর
বিষয়: গোদাগাড়ী পানিতে ডুবে শিশুর মৃত্যু
আপনার মূল্যবান মতামত দিন: