রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

আইএইচটির লেকচারার মুকুলের অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২১ ১৯:০৬

আপডেট:
৬ মে ২০২৪ ১০:৪৯

আইএইচটির লেকচারার মুকুলের অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) নারী নির্যাতনকারী, কথিত লেকচারার আতিয়ার রহমান মুকুলের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও সুশিল ছাত্র সমাজ। মঙ্গলবার সকাল ১১ টায় রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চরিত্রহীন শিক্ষকের ২৪ ঘন্টার মধ্যে অপসারণ চেয়ে বক্তারা বলেন, আমরা আগে থেকে শুনে আসতাম তিনি বিভিন্ন সময়ে মেয়েদের ইভটিজিং করে আসছিলো কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় আন্দোলন করতে পারিনি। আমরা ইতোমধ্যে প্রমাণ পেয়েছি। তিনি বাঘা উপজেলার এক তরুনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন। পরদিন গত ৩১ ডিসেম্বর ডিসেম্বর বাঘা থানায় মামলা হলে গ্রেফতার জেল হাজতে আছেন।

এমন চরিত্রহীন শিক্ষকের জায়গা কোন প্রতিষ্ঠানে চাই না। বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাই নাই। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষকদের ফাঁস আইন করেছেন তাই তারও ফাঁসি চাই বলে দাবি জানান।

স্থায়ীভাবে অপসারণের জন্য জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও প্রতিষ্ঠানের প্রধানের নিকট স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আইএইচটি মুক্তিযুদ্ধমঞ্চের সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক একেএম সাইদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top