রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

গোদাগাড়ী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি বকুল, সম্পাদক বাতেন


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২১ ১৭:৪৮

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৩:১১

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি ঘোষণা  করা হয়েছে। এতে সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক হিসেবে মো: আব্দুল বাতেনকে নির্বাচিত করেছেন। গত রোববার সকালে প্রেস ক্লাবের একটি সভায় সকলের সর্ব সম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো: হায়দার আলী, সদস্যরা হলেন সামিউল হাসান সুমন, মো: আব্দুল্লাহ আল মামুন, মো: ইসহাক ও শরিফ রেজা ইমন।

নতুন কমিটির নেতৃবৃন্দকে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়। গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সভাপতিত্বে সভায় পুনরায় এবিএম কামারুজ্জামান বকুলকে সভপতির দায়িত্ব প্রদান করা হয় এবং পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মো: হায়দার আলীকে সহ-সভাপতি করে মো: আব্দুল বাতেন কে সাধারণ সম্পাদকের দায়িত্ন প্রদান করা হয়।

গোদাগাড়ী প্রেস ক্লবের সকল সাংবাদিক বৃন্দ সততা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা এই স্লোগানকে ধারণ করে সাংবাদিকের দায়িত্ব পালন করবে বলে একমত হন।

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top