নগরে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রাজশাহী নগরে কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার (৩০ ডিসেম্বর, ২০২০) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে দলের নেতা-কর্মী।
কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মহানগর কৃষক দলের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
এসময় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাফিকুল ইসলাম সাফিক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন নগর কৃষক দলের সদস্য সচিব গোলাম সাকলাইন ইকো।
আলোচনা সভা শেষে খালেদা জিয়া ও তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্য ও রাজশাহী নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীর রোগমুক্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
আরপি / এমবি-১৮
আপনার মূল্যবান মতামত দিন: