কাটাখালি পৌরসভায় ইভিএম ডিভাইস ছিনতাই
রাজশাহীর কাটাখালি পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের ইউসুফ মেমোরিয়াল কেজি স্কুল ভোটকেন্দ্রে থেকে পুলিশের উপর হামলা চালিয়ে একটি ইভিএম ডিভাইস ছিনতাই করেছে পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল লতিফের সর্মথকরা।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শটগানের বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভোট গণনা শেষ হলে পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল লতিফের সর্মথকরা কেন্দ্রে হামলা চালায়।
এ সময় কাউন্সিলর সর্মথকরা কেন্দ্রের বিভিন্ন রুম ভাঙচুর করেন এবং ইভিএম ডিভাইসটি ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় দুজন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন সহকারি প্রিজাইডিং ঐ কর্মকর্তা।
এ ঘটনায় দুই ঘন্টা অভিযান চালানোর পর পরিত্যক্ত অবস্থায় একটি জঙ্গল থেকে ইভিএম ডিভাইসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পরে তা খুলে দেখে সবকিছু ঠিকঠাক থাকায় ইভিএমের বাক্সটি নির্বাচন কমিশন বরাবর হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরপি/এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: