রাজশাহী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

আড়ানী পৌর নির্বাচন : আ.লীগ থেকে মনোনীত শাহীদ, বিএনপি’র তোজাম্মেল


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২০ ০২:৩৪

আপডেট:
৯ মে ২০২৪ ০৩:৫২

শাহীদুজ্জামান শাহীদ-তোজাম্মেল হক

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আড়ানী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহীদুজ্জামান শাহীদকে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হয়েছে। এদিকে সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হককে দলীয়ভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি ।

শুক্রবার আ.লীগ ও বিএনপির দলীয় প্রধান স্বাক্ষরিত তারা নিজ নিজ দলীয় মনোনয়নপত্র হাতে পেয়েছেন। 

বাঘা উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন মতি, সংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র মুক্তার আলী, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি, সাবেক চেয়ারম্যান ও আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক, সাবেক মেয়র ও আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি শিক্ষক নজরুল ইসলাম, আড়ানী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজাত আহম্মেদ তুফান।

সবমিলিয়ে মেয়র পদে ৭ জন মনোনয়ন তুলেছেন। ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন। নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী নিজ নিজ সমর্থন নিয়ে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।

এ বিষয়ে উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মুজিবুল আলম জানান, আগামী ১৬ জানয়ারী নির্বাচন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।

দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আ.লীগের পক্ষে সবগুলো মনোনয়ন চূড়ান্ত করলেও বিএনপি ৫৫টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে।

 

 

আরপি/এসকে

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top