রাজশাহীতে পহেলা জানুয়ারী থেকে বাড়ছে ইজি বাইকের ভাড়া

আগামী ১ জানুয়ারি ২০২১ সাল হতে রাজশাহী মহানগরীর ইজিবাইকের ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় রুয়েটের ভদ্রা গেটের পাশে অবস্থিত ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সমিতির নেতারা।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, বিগত ১০ বছরে তিন দফায় বৈদ্যুতিক বিল বৃদ্ধি , দুইবেলা গাড়ী চলাচল করােনা পরিস্থিতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে অটোচালক শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। এজন্য রাজশাহী মহানগরীর সকল রুটে পূর্বের ভাড়া হতে ৩ (তিন) টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট যাত্রী, চালক, মালিকসহ সকলের সহযােগীতা কামনা করছি।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগরী ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর। উপস্থিত ছিলেন ইজিবাইক মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রিমন হোসেন।
আরপি/টিএস-০৩
বিষয়: বাড়ছে ইজি বাইকের ভাড়া
আপনার মূল্যবান মতামত দিন: