রাজশাহী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

রাত ৮টার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষের নির্দেশ আরএমপির


প্রকাশিত:
৮ অক্টোবর ২০১৯ ২৩:০৫

আপডেট:
৯ অক্টোবর ২০১৯ ০০:১০

ছবি: আরএমপি কমিশনার হুমায়ুন কবির (বিপিএম,পিপিএম)

রাত ৮টার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ করার নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার হুমায়ুন কবির (বিপিএম,পিপিএম)। সোমবার সন্ধ্যায় নগরীর কুমারপাড়াস্থ তারাসংঘ পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এমন নির্দেশনা দেন।

এসময় আরএমপি কমিশনার সাংবাদিকদের বলেন,সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, এখন পযন্ত  নগরীতে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দের মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিজয়া দশমির দিনে প্রতিমা বিসর্জনের প্রতিটি ঘাট সিসিটিভির নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অলোক দাস, সাধারণ সম্পাদক শরৎচন্দ্র সরকার ও পূজা উদযাপন পরিষদের জাতীয় কমিটির সদস্য কার্তিক হালদার প্রমুখ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top