বাঘায় ডিজিটাল দিবস পালন
রাজশাহীর বাঘায় ডিজিটাল দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত)আমিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এবিএম সানোয়ার হোসেন, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও গড়গড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিয়োগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরপি/এসকে
বিষয়: বাঘায় ডিজিটাল দিবস পালন
আপনার মূল্যবান মতামত দিন: