চারঘাটে নতুন আলু প্রতিকেজি ৫৫, কমেছে অন্যান্য সবজির দাম

ছবি : প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে প্রতিকেজি নতুন আলু ৫৫ টাকায় বিক্রি হয়েছে। বুধবার চারঘাট হাটে নতুন আলু খুচরা হিসেবে বিক্রি করতে দেখা গেছে। অন্য সবজির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরণের সবজির দাম কম হওয়ায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে। পেঁয়াজ ও মাছের দামও রয়েছে নাগালের মধ্যে।
এদিকে সয়াবিন তেলের দাম কিছুটা বাড়লেও বয়লার ও লেয়ার মুরগি এবং ডিম ও পুরাতন আলুর দাম কমেছে। এদিকে কমেছে শীতকালীন শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মুলা, কাঁচা মরিচ, করলা, বরবটি, পেঁপে, লাউ, টমেটো, শসা, গাজর, পালং শাক, লাউ শাক, লালশাক, ধনে পাতা, লেবু, কাঁচাকলা, বেগুন, ফুলকপি, বাঁধা কপিসহ সবজির দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। চাল ও মাছের দামও স্বাভাবিক রয়েছে।
মিয়াপুর এলাকা থেকে বাজার করতে আসা আল-মামুন জানান, এক সপ্তাহে সবজির দাম কমতে শুরু করায় ভাল লাগছে। তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে।
চারঘাট সদর বাজারের সবজি ব্যবসায়ী সুমন আলী বলেন, সবজির দাম কমেছে। কয়েক দিন আগে এক ক্রেতা আধা কেজি সবজি নিলেও এখন দাম কম হওয়া বেশি পরিমাণ নিচ্ছে। সবজির দাম কেজি প্রতি ৫-১০ টাকা পর্যন্ত কমেছে। তবে নতুন আলু ৫০-৫৫ টাকা প্রতি কেজি বিক্রি করছি।
মাছ বিক্রেতা মহিদুল ইসলাম বলেন, রুই, কাতল, বোয়াল, চিতলসহ সব ধরনের মাছের দাম কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় মাছের দাম কম।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, এখন শীতকাল চলছে। শীতের সবজি বাজারে আসা শুরু হয়েছে। এতে বিগত এক সপ্তাহ ধরে সবজির দাম অনেকটাই স্বাভাবিক।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: