নগরীতে আগুনে পুড়ে ছাই ওষুধের ফার্মেসী

রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারে একটি ওষুধের ফার্মেসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ‘জাকারিয়া ফার্মেসী’ নামের এই ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ফার্মেসীর মালিকের নাম সিফাত হোসেন। নওহাটা পৌরসভার সাহাপাড়া মহল্লায় তার বাড়ি। তার ফার্মেসীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দোকানটির সমস্ত ওষুধ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
সিফাত হোসেন জানিয়েছেন, রাতে দোকান বন্ধ করে যাওয়ার কিছুক্ষণ পরই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। দোকানে তার ১২ থেকে ১৫ লাখ টাকার ওষুধ ছিল। আগুনে সবই পুড়ে গেছে। তিনি নিঃশ্ব হয়ে গেছেন।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: