যুবদের মাঝে স্বাস্থ্যবীমার কার্ড বিতরণ করলেন মোহাম্মদ আলী সরকার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকদের মাঝে স্বাস্থ্যবীমার কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে ইয়ুথ সদস্যদের মাঝে এ কার্ড বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
কোভিড-১৯ এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের যুব ও সেচ্ছাসেবকবৃন্দ ঝুঁকি নিয়ে জীবানুনাশক স্প্রে, জনসচেতনতামূলক মাইকিং, মাস্ক ও সাবান বিতরণ করছে। যুব ও স্বেচ্ছাসেবকদের ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে এই স্বাস্থ্যবীমা উদ্যোগ নেয় হয়। এসময় ৩০ জন যুব ও স্বেচ্ছাসেবকদের হাতে কার্ড তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক, কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ মাহমুদ হোসেন ও সামাউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট অফিসার বাকি বিল্লাহ ও যুব প্রধান অর্চি।
আরপি/এএন-০৩
বিষয়: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট জীবানুনাশক স্প্রে জনসচেতনতামূলক মাইকিং মাস্ক সাবান বিতরণ সাধারণ সম্পাদক
আপনার মূল্যবান মতামত দিন: