বাঘায় সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ লাইন নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজশাহীর আড়ানী-পুঠিয়া সড়কের পল্লী বিদ্যুৎতের মালবাহী টলি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে জিম আহম্মেদ (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর,২০২০) সকাল সাড়ে ৮ টার দিকে বাসুদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিম আহম্মেদ নাটোর গুরুদাসপুর ধারাবারিসা গ্রামের হুচেন আলীর ছেলে। সে পল্লী বিদ্যুৎ অফিসের ঠিকাদারের একজন বিদ্যুৎ লাইন নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
এ বিষয়ে জামনগর পকেটখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপূর্ব কুমার ঘোষ বলেন, আমি দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তাকে তাৎক্ষনিক পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে প্রেরণ করা হয়। পরে শুনেছি তার মৃত্যু হয়েছে।
আরপি / এমবি-৩
আপনার মূল্যবান মতামত দিন: