চারঘাটে শীর্ষ মাদক ব্যাবসায়ী কালুসহ ৭ আসামী আটক

রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকার শীর্ষ মাদক ব্যাবসায়ী আলীম ওরুফে কালু-সহ ৭ জনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার(চারঘাট সার্কেল) নূরে আলমের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে থানাধীন বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সুত্রে জানা গেছে, চারঘাট থানা এলাকার শীর্ষ মাদক ব্যাবসায়ী হিসাবে পরিচিত আলীম(কালু) ১টি মাদক মামলায় এক বছরের সাজা মাথায় নিয়ে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার নামে চারঘাট থানাসহ দেশের বিভিন্ন থানায় ৬ টি মাদক মামলাসহ আরো একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে চামটা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
আটককৃত অন্যান্যরা হলেন, তাতারপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে জাফর আলী, একই গ্রামের আব্দুল লতিফের ছেলে রাজীব, নিমপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে তৈয়ব আলী, আফাজ আলীর ছেলে সাইদুর রহমান ও ৬ মাসের সাজাপ্রাপ্ত সাদেক আলীর ছেলে রিপন আলী। এ সব আটককৃত আসামীদের অধিকাংশ জনই মাদক, মারামারি, মামলার আসামী বলে নিশ্চিত করেন পুলিশ।
এদিকে নতুন ওসি হিসাবে জাহাঙ্গীর আলম চারঘাট মডেল থানায় যোগাদান করেই আসামীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানকে স্বাগত জানিয়েছেন চারঘাটবাসী।
চারঘাট মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে চারঘাট সার্কেলের সিনিয়র(এ.এস.পি)নুরে আলম স্যারের নেতৃত্বে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অত্র এলাকার চিহৃত মাদক ব্যাসায়ী আলীম(কালু) সহ ৭ জন আসামীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরপি/ এআর
আপনার মূল্যবান মতামত দিন: