রাজশাহী রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১

মোহনপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২০ ০৩:৩১

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০১:২৭

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত ওসি।

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত ওসি।

রাজশাহীর মোহনপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহা. তৌহিদুল ইসলাম মোহনপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত অফিসার ইনচার্জ মোহাঃ তৌহিদুল ইসলাম মোহনপুরকে নারী নির্যাতন, মাদক, গুজব, জুয়া, জঙ্গীবাদসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি দৃঢ় কন্ঠে বলেন, সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধে আমার প্রচেষ্ঠা অবশ্যই অব্যাহত থাকবে। এসময় বিভিন্ন অনিয়ম দুর্নীতি বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, সিনিয়র রিপোর্টার রুবেল সরকার, আর কে রতন, তোফাজ্জল হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহিন সাগর, শরিফুল ইসলাম মাস্টার, মোস্তফা হোসেন ভিক্টর, শফিকুল ইসলাম, রাসেদুল ইসলাম সরকার, সাদিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top