বাঘা চন্ডিপুর বাজার কমিটির সভাপতি রুবেল, সহ-সভাপতি দুলাল

রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিল ১০৬ জন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জামরুল ইসলাম রুবেল। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্তাজ আলী বিশ্বাস পেয়েছেন ৫১ ভোট।
এদিকে সহ-সভাপতি জহুরুল ইসলাম দুলাল ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান রাশেল ৪৯ ভোট পেয়েছেন। তবে সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।
প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আলী। সহযোগিতায় ছিলেন বাজুবাঘা ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি ফজলুর রহমান ফজল।
আরপি/এসকে
বিষয়: বাঘা চন্ডিপুর বাজার নির্বাচন
আপনার মূল্যবান মতামত দিন: