শাশুড়ীর সাথে আপত্তিকর অবস্থায় জামাই আটক

শ্বাশুড়ীর সাথে আপত্তিকর অবস্থায় গ্রামবাসীর হাতে আটক হয়েছেন জামাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে পৌর সদরের দুর্গাপুর গ্রামে।
এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় এক মাতবরের বাড়িতে বসে বিষয়টি ধামাচাপা মিটিয়ে ফেলা হয়েছে।
জানা গেছে, দুর্গাপুর গ্রামেরইছব আলী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় আছেন। শুক্রবারদুপুরে কাটাখালী থেকে তার বাড়িতে মেয়ে জামাই শিমুল ইসলাম বেড়াতে নিয়ে আসেন।
সঙ্গে শিমুল তার স্ত্রীকেও নিয়ে আসেন। রাত ১১টার দিকে শিমুলের স্ত্রী শিমুলকে বিছানায় খুজে না পেয়ে পাশের ঘরে গিয়ে নিজের মায়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরে স্থানীয় প্রতিবেশীদের সহযোগীতায় শিমুলকে ধরে ফেলেন।
শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় বেতের আলীর বাড়িতে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য বসা হয়। পরে ইছব আলীর স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়া হয়।
এছাড়া শিমুলকেও স্ত্রী সহ বের করে দেয় গ্রামবাসী।ওই সালিশী বৈঠকের মাতবর সুকুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইছব আলীর স্ত্রী ও মেয়ে এবং মেয়ে জামাইকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে।
এছাড়া ইছবের স্ত্রীকে গ্রামে ফিরতে নিষেধ করা হয়েছে। এর আগেও বিভিন্ন ব্যাক্তির সাথে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ইছব আলীর স্ত্রী। ইছব আলী বাড়িত না থাকার সুযোগে তার স্ত্রী এমনটি করে থাকেন বলে জানান স্থানীয়রা।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান, ঘটনাটি আমি জানিনা। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখবো।
আরপি/ এআর-07
আপনার মূল্যবান মতামত দিন: