পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া
-2020-11-14-22-00-25.jpg)
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা থেকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু জন্য মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। শনিবার (১৪নভেম্বর) আছর নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পির আয়োজনে চকসিংগা মসজিদে ও আড়ানী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বাপ্পি আহম্মেদ ও গোচর গ্রামের ছাত্রলীগের নেত্রীত্বে পৃথকভাবে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়। গোচর গ্রামে দোয়া পরিচালনা করেন গোচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মামুনুর রশিদ।
উল্লেখ্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঢাকার এক হাসপাতালে নমুনা দেন। বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্তের রির্পোট পজেটিভ আসে। তারপর থেকে ঢাকার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম। এদিকে তিনি দেশবাসি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা বাঘা-চারঘাটের মানুষের কাছে কাছে দোয়া কামনা করেন।
আরপি/ এআর-05
আপনার মূল্যবান মতামত দিন: