রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ১


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২০ ০৩:১০

আপডেট:
১৫ নভেম্বর ২০২০ ০৩:৩১

বোয়ালিয়া মডেল থানার অভিযানে ৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার অভিযানে ৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রুবেল হাসান (২২) জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের আনসার আলীর ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বেও মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আরএমপি’র মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।

জানা গেছে, এদিন গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার এসআই শাহিন আকতার, এটিএসআই নাসির উদ্দিন ও সংগীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে। শিরোইল বাস টার্মিনাল এলাকা হতে মাদক ব্যবসায়ী রুবেল হাসানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

আরএমপি’র মূখপাত্র জানান, রাজশাহী মহানগর এলাকা মাদকমুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

আরপি/এএন-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top