পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনায় আক্রান্ত

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে তিনি এ স্ট্যাটাস দেন।
ফেসবুকে তিনি লিখেন, ‘রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাই।মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন’
এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট -২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ বিষয়টিও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর ফেসবুকে নিশ্চিত করেছেন।
আরপি/ এসকে
আপনার মূল্যবান মতামত দিন: