রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ

গণতন্ত্রকে মুক্ত করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: ফখরুল


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৯

আপডেট:
১ অক্টোবর ২০১৯ ০২:২৪

 রাজশাহী বিভাগীয় মহাসমাবেশে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

অনেক জল্পনা কল্পনা পর  অবশেষে রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুর আড়াইটায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে  সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল  তার বক্তব্যে বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। জনগণের অধিকার ফিরে পেতে হলে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আর গণতন্ত্রকে মুক্ত করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, এ সরকার শেয়ার বাজার, ব্যাংক লুট করেছে। হাজার হাজার টাকা বিদেশে পাচার করেছে। আর যারা এসব লুট করছে, তারাই এসব জায়গার উপদেষ্টা হচ্ছে। দেশেকে ভঙ্গুর করেছে এ সরকার। এটা চলতে পারে না।

 সরকার বিএনপিকে নানাভাবে হয়রানি করছে। হয়রানির শেষ নেই। সারাদেশে এক লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। আজকের সমাবেশকে পণ্ড করতে বাস চলাচল বন্ধ রেখেছে। এ যেন রাজশাহীতে অঘোষিত কারফিউ জারি।

সংসদ ভেঙ্গে দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষকে আবার তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। পদত্যাগ করুন। জনগণের কাতারে দাঁড়ান। নিরপেক্ষ নির্বাচন দিন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ সরকার ফ্যাসিস্ট। জনগণের প্রতি তাদের কোনো জবাবদিহিতা নাই। দেশকে লুটেরাদের হাতে তুলে দিয়েছে। এ সরকারের নেতারা বিদেশে বাড়ি বানাচ্ছে। টাকা পাচার করছে। আর বলছেন, জিডিপি বাড়ছে। যদি জিডিপি বাড়ে তবে টাকা কোথায় যাচ্ছে- প্রশ্ন করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একদিকে সরকার টিকে আছে পুলিশ প্রশাসনের মাধ্যমে। অন্যদিকে খালেদা জিয়াকে আটকে রেখেছে। শেয়ার বাজার ও ব্যাংক লুটের জন্যই তাকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গণতন্ত্রকে মুক্ত করতে খালেদা জিয়াকে মুক্ত করার কোনো বিকল্প নাই জানিয়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্ব চন্দ্র রায় বলেন, দল-মত থাকতে পারে। কিন্তু দেশ একটাই। সবার দেশপ্রেম থাকা উচিত। গণতন্ত্র আজ কারাগারে বন্দী। সকল ভেদাভেদ ভুলে খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া রাজশাহী বিভাগীয় সকল জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top