রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে আনসার আল-ইসলামের ৩ সদস্য গ্রেফতার


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২০ ১৮:৫৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৩০

ফাইল ছবি

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বেলপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার ক্ষুদ্রজামিরা গ্রামের সিদ্দিক আলীর ছেলে আবু দাউদ (৩৮), একই উপজেলার মাহেন্দ্রা গ্রামের মো. হেমায়েতের ছেলে মুনসুর রহমান ওরফে মুনসুর খলিফা (৩৮) এবং ভরুয়াপাড়া গ্রামের জবেদ মণ্ডলের ছেলে সাইদুর রহমান (৩৫)। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এই তিন জঙ্গিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তিনজনকে বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও করা হয়েছে। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top