বাঘায় পদ্মায় ৮০ হাজার টাকার জাল জব্দ

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা মূল্যের ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ আক্টোবর) সকালে অভিযানে জাল জব্দ করা হয়।
জানা যায়, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বিজিবি একটি দল নিয়ে পদ্মা নদীর মীরগঞ্জ, আলাইপুর, চকরাজাপুর, লক্ষীনগর,চৌমাদিয়া,দিয়াড়কাদিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় ৮০ হাজার টাকা মূল্যের ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।পরে জালগুলো উপজেলার আলাইপুর বিজিবি ক্যাম্পের সামনে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে। বিষয়টি উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নিশ্চিত করেন।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: