বাঘায় ৩৯ মণ্ডপে হবে দূর্গোৎসব

আগামীকাল বৃহস্পতিবার ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে সারাদেশে শুরু হবে সনাতন ধর্মাস্বলীদের সবচেয়ে বড় দূর্গোৎসব উৎসব অনুষ্ঠিত হবে। করোনার এই মহামারির মধ্যে এবার রাজশাহীর বাঘা উপজেলায় অন্যবারের তুলনায় সীমিত আকারে হবে পূজা উৎসব করা হয়েছে।
তবে এবার থাকছে না মেলা, পটকা ফোটানো বা আলোক সজ্জা। উপজেলা পূজা উদযাপন পরিষদ এবার নানা বিধি নিষেধ দিয়েছে।আগত প্রত্যেক দর্শনার্থীকে মগুপে এলাকায় প্রবেশে মাস্ক পরিধান বাধ্যতামূলক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা জানান, প্রতি বছর উপজেলায় দুর্গোৎসব একটু ধুমধামে করা হয়।এ উৎসবে সবাই মাঝে তৈরি হয় সেতুবন্ধন। সবাই সামাজিক সৌহার্দের সঙ্গে একে অপরের সঙ্গে মিলিত হয়। এতে সবার মাঝে তৈরি হয় ঐক্য। করোনাকালিন এই সময়ে এবার উপজেলায় ৩৯টি মণ্ডপে দুর্গোৎসব হবে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: