রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

চারঘাটে মাদক,নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ জনসচেতনতামূলক সভা


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২০ ০৫:১১

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৫:২৭

জনসচেতনতামূলক সভা। ছবি: প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে মাদক, নারী নির্যাতন, ধর্ষন ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে বুধবার বিকেল ৩টা ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা।

পিএফজির জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম বাদশার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, চারঘাট মডেল থানার সাব-ইন্সপেক্টর অপূর্ব কুমার, সাব-ইন্সপেক্টর সাইদুল ইসলাম, পিএফজির উপজেলা সমন্বয়কারী আবুল কালাম আজাদ(সনি) সহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, ইমাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী যেই হোক তাকে আইনের আওতায় এনে বিচারের মুখামুখি করা হবে। এজন্য সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া ধর্ষন, নারী নির্যাতক, বাল্য বিবাহ ও মাদকমুক্ত চারঘাট উপজেলা গড়ার আহ্বান জানিয়ে সকলের সহযোগীতা কামনা করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top