রাজশাহী শনিবার, ২২শে মার্চ ২০২৫, ৮ই চৈত্র ১৪৩১

পুঠিয়ায় পায়ের রগ কেটে গরু ব্যবসায়ীকে হত্যা


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২০ ২১:২২

আপডেট:
২২ মার্চ ২০২৫ ০১:১৫

আমবাগানে মরদেহের পাশে প্রশাসনসহ এলাকাবাসী

রাজশাহীর পুঠিয়ায় এক গরু ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। উপজেলার নওপাড়া গ্রামের একটি আমের বাগান থেকে ওইর বক্স (৫০) নামের ওই ব্যাবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুঠিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, দুই পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়েছে।

নিহত ব্যবসায়ী ওইর বক্স পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, সোমবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে যায় ওইর বক্স। এরপর আর বাড়িতে ফেরেনি। সকালে ওইর এর বাড়ীর পাশে আজি প্রামানিকের আম বাগানে তার লাশ দেখেতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেয়।

তিনি বলেন, তার দুই পায়ের রগ কাটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top