চারঘাটে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, মা ইলিশ উদ্বার

মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে সারা দেশে। রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মা নদীতে সোমবার (১৯ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে অন্তত ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ৩ কেজি মা ইলিশ উদ্বার করা হয়।
সিনিয়র উপজেল মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ শিকার করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত মা ইলিশ গুলো এতিম খানায় পাঠানো হয়।
তিনি জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলার সবগুলো মাছের বাজারে পর্যবেক্ষক করা হয়েছে। কোন ইলিশ মাছ পাওয়া যায়নি। অবৈধ জাল বিক্রি বন্ধ ও প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, নৌ পুলিশের এএসআই আব্দুল খালেক, ক্ষেত্র সহকারী তাকির হোসেনসহ মৎস্য অফিস ও নৌ পুলিশের সদস্যগণ।
আরপি/আআ
বিষয়: চারঘাট কারেন্ট জাল ইলিশ
আপনার মূল্যবান মতামত দিন: