রাজশাহী সোমবার, ১৪ই অক্টোবর ২০২৪, ৩০শে আশ্বিন ১৪৩১

দুর্নীতি মামলায় কারাগারে গোদাগাড়ী কলেজ অধ্যক্ষ


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২০ ১৯:২৬

আপডেট:
১৪ অক্টোবর ২০২৪ ১৯:৫১

কলেজ অধ্যক্ষ আব্দুর রহমান। ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২০১৮ সালে গোদাগাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ উমরুল হক সিনিয়র স্পেশাল ট্রাইবুন্যাল ও রাজশাহী দায়রা জজ আদালতে কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে কলেজ একাউন্টের ৭২ লক্ষ ৪২ হাজার ৭৩০ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৭/২০১৮। আদালত মামলাটি আমলে নিয়ে ১৩ অক্টোবর অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতার করা হয়।

আর মামলাটির তদন্তভার দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের ওপর অর্পণ করা হয়। আদালতের আদেশে রাজশাহী জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. আলমগীর হোসেন মামলাটি তদন্ত করেন। অধ্যক্ষ আব্দুর রহমান কর্তৃক কলেজ একাউন্টের ৭২ লক্ষ ৪২ হাজার ৭৩০ টাকা আত্মসাতের বিষয়টি তদন্ত রির্পোটে প্রমাণ হয়।

এদিকে অধ্যক্ষ আব্দুর রহমানের শ্যালক সেলিম হাসান অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকলেও গোদাগাড়ী কলেজে তার পূর্বের যোগদান বহাল রাখেন এবং তাকে সরকারি কলেজের শিক্ষক করার মানসে সেলিম হাসানের কাগজপত্র ডিজিতে প্রেরণ করেন।

এছাড়াও তিনি মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক তারেক আজিজকে নিয়োগ দেয়ার জন্য চেকের মাধ্যমে ৯ লক্ষ টাকা গ্রহণ করেন। ফলে দুদকের তদন্তে আব্দুর রহমানের ঘুষ নেবার বিষয়টি প্রমাণিত হয়েছে। অন্যদিকে, বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলামের নিকট হতে ৮ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেছেন মর্মে মনিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় দুদকের নিকট জবানবন্দি প্রদান করেছেন। ফলে সবশেষ সোমবার দুপুরে অধ্যক্ষকে কারাগারে প্রেরণ করা হলো।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top