রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১

চারঘাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২০ ০৩:৪১

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২২:২২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাটে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাইম ফারুক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ট্রাফিক মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় ট্রাক্টরটি আটক করেছে।

নিহত নাইম ফারুক বোয়ালিয়া থানার ললিতাহার এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন মুরগি ব্যবসায়ী।

চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেলটি বাঘা উপজেলা থেকে রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নাইম ফারুক ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক ট্রাক্টরটি আটক করেছে পুলিশ। তবে ট্রাক্টরের চালক পালিয়ে গেছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top