বাঘায় পূজা উদযাপন পরিষদের সাথে প্রশাসনের মতবিনিময়

রাজশাহীর বাঘায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে পূজা উদযাপন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলু, থানার উপ-পরিদর্শক (এস.আই) লুৎফর রহমান,হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের বাঘা উপজেলা শাখার সভাপতি শ্রী-সুজিত কুমার ওরফে বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা, প্রভাষক ধীরেন্দ্রনাথ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
উপস্থিত ছিলেন, উপজেলার ৩৯ টি পুজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষপট করোনা সংকট আমাদের জন্য এখনও নিরাপদ নয় । তাঁরা আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বজায় রাখাসহ ধর্মীয় রীতিনীতি ও পারস্পারিক সোহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালন করতে বলেন।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: