রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বাঘায় মানববন্ধন 


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২০ ০২:৫৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৩৯

মানববন্ধন। ছবি: প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবার মাঠে নামল রাজশাহীর বাঘা উপজেলার শাহ্দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

রবিবার(১১-অক্টোবর) বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে কলেজের শিক্ষার্থী মাহিদুল ইসলাম,আরাফাত হোসেন, দেবীপান্ডে, প্রেরনা ,সিহাব ও রিফাত এর নেতৃত্বে প্রায় শতাধিক শিক্ষার্থী পুরাতন বাসটার্মিনাল সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে একত্রিত হয়।

এরপর তারা নারীদের প্রতি অসম্মান,ধর্ষণ এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন।

বক্তারা বলেন, সোনার বাংলায় ধর্ষকদের ঠায় নাই। বর্তমানে নারী এবং শিশুদের প্রতি যৌন হয়রানী এবং সহিংসতা একটি সংক্রামন রোগে পরিনত হয়েছে। এ রোগ নির্মুল করতে হবে। নারী প্রধানমন্ত্রীর দেশে নারীর প্রতি অসম্মান মেনে নেয়া যাবে না। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নারী ও শিশু নির্যাতনের বিষয়টিকে জিরো টলার ঘোষনা করে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন এই অপরাধের রায় সর্বোচ্চ মৃত্যুদন্ড কার্যকর করার। আমরা শিক্ষার্থীরা এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানায়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top