প্রধানমন্ত্রীর নামে কটুক্তি করায় রাজশাহী কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিবাদের নামে বিএনপি ও জামায়াত-শিবির, সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন কটুক্তি করায় বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী কলেজ ছাত্রলীগ নেতা-কর্মী।
আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে থেকে র্যালী শুরু হয়। র্যালীটি মনিচত্বর দিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মাদ সিয়ামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সভা পরিচালনা করেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব। এছাড়াও রাজশাহী মহানগর এবং কলেজ শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরপি / এমবি
আপনার মূল্যবান মতামত দিন: