রাজশাহীতে ধর্ষণবিরোধী আন্দোলন অব্যহত

রাজশাহীতে ধর্ষণবিরোধী আন্দোলন অব্যহত রেখেছে শিক্ষার্থীরা। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ধর্ষকদের ফাঁসির দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচী পালন করে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো।
তবে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়তে হয়। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কথা কাটাকাটি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দিয়েছে। তাদের প্রশ্ন, তাহলে কি পুলিশ ধর্ষণের পক্ষে? যদি বিপক্ষে হয় তাহলে শান্তিপূর্ণ মিছিলে বাধা কেন- এমন প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।
তবে পুলিশ জানায়, নির্দিষ্ট স্থানে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বাধা নেই। আন্দোলনকারীদের নিরাপত্তার কথা চিন্তা করেই সামনের দিকে যেতে দেয়া হয়নি। এছাড়া আন্দোলন অব্যহত থাকায় সাহেব বাজারে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পুলিশ সব দিক চিন্তা করে যানবাহন চলাচলের বিষয়টিও ঠিক রাখছে।
এদিকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনগুলোর নের্তৃবৃন্দ।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: