রাজশাহী সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ ১৪৩১

রাজশাহী

শ্রেণিকক্ষেই ছুরিকাঘাতে স্কুলছাত্রকে খুন, সহপাঠী আটক


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৪

আপডেট:
২০ জানুয়ারী ২০২৫ ১৮:১৮

নিহত ইমন

রাজশাহীতে শ্রেণিকক্ষেই ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুনের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত সহপাঠীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন চারখুটার মোড়ে অবস্থিত ইউসেপ স্কুলে এ খুনের ঘটনা ঘটে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ছাত্র ইমন (১৪) কাশিয়াডাঙা এলাকার সাইদুর রহমানের ছেলে। সে ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় জড়িত নিহতের সহপাঠী রিদয়কে আটক করেছে পুলিশ। সে নগরীর লক্ষীপুর এলাকার আকবর আলীর ছেলে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে কথাকাটাকাটির জেরে শ্রেণিকক্ষেই ইমনের পেটে ছুরিকাঘাত করে রিদয়। আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো। পরে রাত নয়টার দিকে সে মারা যায়।

ছুরিকাঘাতের পরপরই নিহত ইমনের সহপাঠী রিদয়কে স্কুলের শিক্ষকরা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। 

কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী জানান, কী নিয়ে ঘটনা জানা যায়নি। তবে কথাকাটাকাটির এক পর্যায়ে ইমনের সহপাঠী শ্রেণিকক্ষের ভিতরেই তাকে ছুরি মারে। এতে ইমনের পেটের বাম পাশে কেটে মারাত্মক জখমের সৃষ্টি হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে ইমন মারা যায়। 

 

আরপি/এসআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top