রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২০ ২২:৫৯

আপডেট:
৬ অক্টোবর ২০২০ ২৩:০২

 দুই শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীতে পুুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার কাটাখলি থানাধীন বেলঘড়িয়া দেওয়ানপাড়া গ্রামে একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃত দুই শিশুর নাম আরমিন আক্তার শেলী (১৩) ও জিসা (৮)। শেলী বেলঘরিয়া বাখরাবাদ দক্ষিণপাড়া এলাকার আনিছুর রহমানের মেয়ে ও জিসা একই এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে।

তারা সম্পর্কে খালা-ভাগ্নি। শেলী বেলঘড়িয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী ও জিসা বেলঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে শেলী ও জিসা বাড়ি থেকে বের হয়ে ইউসুফপুর দেওয়ানপাড়া ছোট পুকুরে গোসল করতে যায়। জিসা প্রথমে পুকুরে নেমে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে শেলীও ডুবে যায়। বেশ কিছুক্ষন তাদের দেখতে না পেয়ে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করতে শুরু করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘন্টা পর তাদের উদ্ধার করে।

কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

 

 আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top