রাজশাহী শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৯শে মাঘ ১৪৩২

ভোলাহাটে জন্মভ‚ মির আঞ্চলিক অফিস উদ্বোধন


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২০ ০৫:১৫

আপডেট:
৩১ জানুয়ারী ২০২৬ ১৩:১৫

জন্মভ‚মি মানবিক ডেভেলপমেন্ট লিমিটেড এর উদ্বোধনে অতিথিবৃন্দ

অসহায় মানুষদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে ভোলাহাট উপজেলায় এনজিও সংস্থা জন্মভ‚ মি মানবিক ডেভেলপমেন্ট লিমিটেডের আঞ্চলিক অফিসউদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৪ টার সময় ভোলাহাট কলেজ মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানেপ্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন।

এসময় জন্মভ‚মি মানবিক ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান উপদেষ্টা জুবাইদুল্লা আপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জন্মভ‚মি মানবিক ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী পরিচালক ডাঃ ওবাইদুল্লাহ দুলাল, ভোলাহাট উপজেলা পরিষদের ভাইসচেযারম্যান গরিবুল্লাহ দবির, ভোলাহাট উপজেলা প্রেস ক্লাবরে সভাপতি গোলাম কবির, জন্মভ‚ মির এরিয়া ম্যানাজার ইব্রাহিম সেলিম।

অনান্যর উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, আওয়ামী যুবলীগ ভোলাহাট উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম বাবলুসহ অন্যরা।

 

আরপি/এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top