চারঘাটে দুই ভূয়া র্যাব গ্রেফতার

নিজেদের র্যাব পরিচয় দিয়ে টাকা চেয়ে স্থানীয় লোকজনকে হুমকি দেয়ার দায়ে রাজশাহীর চারঘাট এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫ এর একটি দল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের আটক করে।
আটককৃত ব্যাক্তিরা হলেন, চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩০) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম (৩২)।
মডেল থানার মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর গ্রামের রুস্তমের ছেলে পলাশ আহমেদকে র্যাব পরিচয়ে মাদক মামলার ইজাহারভুক্ত আসামীর তালিকা থেকে বাদ দেয়ার আশ্বাসে টাকা দাবি করে ঐ দুই প্রতারক।
এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র্যাব-৫ এর একটি বিশেষ টহলদল টাকা লেনদেনের সময় তাদেরকে কাকঁড়ামারী বাজার থেকে আটক করে চারঘাট মডেল থানা পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে পলাশের পিতা রুস্তম আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে এবং শুক্রবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরপি/এমএএইচ
বিষয়: চারঘাট ভূয়া র্যাব গ্রেফতার
আপনার মূল্যবান মতামত দিন: