রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে আদিবাসী কিশোরীকে ধর্ষণকারী সেই গির্জার ফাদার গ্রেপ্তার


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪২

আপডেট:
৩০ সেপ্টেম্বর ২০২০ ২০:০০

সাধুজন মেরী ভিয়ান্নী গির্জা। ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে গির্জায় এক আদিবাসী এক কিশোরীকে (১৫) তিন দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গির্জার ফাদার প্রদীপ গ্যা গরীকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর আমচত্বর সংলগ্ন বিশপ হাউজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ৯টার দিকে তানোর থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়।

র‌্যাব-৫ এর রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণের ঘটনা জানার পর অভিযুক্ত ফাদারকে আটকের জন্য র‌্যাবের অভিযান শুরু হয়। ফলে রাতেই তাকে বিশপ হাউজ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তানোর থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে তানোরের মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় “সাধুজন মেরী ভিয়ান্নী গির্জার” গির্জার ফাদারের বিরুদ্ধে ১৫ বছর বয়সী এক আদিবাসী কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠে। এঘটনার পর ফাদার প্রদীপ গ্যা গরীকে অপসারণ করা হয়। আর ভুক্তভোগী কিশোরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

কিশোরীর স্বজনরা জানান, ওই কিশোরী গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় “সাধুজন মেরী ভিয়ান্নী গির্জার” পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে পরেরদিন ২৭ সেপ্টেম্বর তার ভাই থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। তবে কিশোরী গীর্জার ফাদার প্রদীপের রুমে বন্দি অবস্থায় রয়েছে বলে এরপরের দিন ২৮ সেপ্টেম্বর বিকেলে তারা জানাতে পারেন।

স্থানীয়রা জানান, এঘটনায় ওইদিন সন্ধ্যায় গ্রামের মোড়ল ও মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্মেল মার্ডির নেতৃত্বে গীর্জার ভেতরে শালিস বসে। সেখানে দোষী প্রমাণিত হওয়ায় ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে নেয়া হয়। আর ভুক্তভোগী ওই কিশোরীকে গীর্জার ভেতরে সিস্টারদের কাছে রাখা হয়। তবে জিডি তুলে না নিলে ওই কিশোরীর পরিবারকে সমাজচ্যুত করার হুমকি দিয়েছেন বলে গীর্জাটির ফাদার প্যাট্রিক গমেজ ও শালিসি বৈঠকের প্রধান কামেল মাডির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো ও থানার ওসি রাকিবুল হাসান গীর্জাটি পরিদর্শন করেন। একই রাতে ওই কিশোরীর ভাই থানায় একটি ধর্ষণের মামলা করেন।

এবিষয়ে তানোর থানার ওসি রাকিবুল হাসান রাজশাহী পোস্টকে বলেন, তবে গীর্জার ফাদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর ওই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top