রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক খুন


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৬

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আদর নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর ভেড়িপাড়ার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আদর রাজপাড়া এলাকার মৃত গোফুর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ভেড়িপাড়া মোড়ে আদরের একটি ছোট পান-সিগারেটের দোকান ছিল। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ওই দোকানেই হামলা চালায় দুর্বৃত্তরা। তারা এলোপাতাড়িভাবে আদরকে মারপিট করে পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, নিহতের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে মনে হয়েছে পূর্ব শত্রুতার জের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

আরপি/আআ-০৩

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top