রাজশাহী শনিবার, ৯ই নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১

বাঘায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৫

আপডেট:
৯ নভেম্বর ২০২৪ ১৫:২৪

শেখ হাসিনার জন্মদিন পালন। ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সংগঠন দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ দিবসটি পালন করেন।

উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেন। এর আগে সকালে উপজেলা মহিলা আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু সৈনিকলীগ পৃথক পৃথকভাবে কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন।

অপরদিকে আড়ানী পৌর মেয়র দুপুরে তাঁর কার্যলয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উৎসব করেন।

সর্বশেষ বাদ মাগরিব উপজেলার ৭ টি ইউনিয়নে পৃথক-পৃথকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া মোনাজাত শেষে কেক কেটে জন্মদিন পালন করেন।

 

আরপি/আআ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top