রাজশাহী মঙ্গলবার, ১৮ই মার্চ ২০২৫, ৪ঠা চৈত্র ১৪৩১

মেয়াদোত্তীর্ণ পণ্য

নগরীর পদ্মা আবাসিক এলাকার সেতু কর্পোরেশনকে জরিমানা


প্রকাশিত:
৭ আগস্ট ২০১৯ ২২:০৯

আপডেট:
৭ আগস্ট ২০১৯ ২২:১৫

মেয়াদোত্তীর্ণ কীটনাশক

রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সেতু কর্পোরেশন নামের প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সরবরাহের সময় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানটিতে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। এসময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠান

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের ভদ্রা আবাসিক এলাকায় সেতু কর্পোরেশন নামের প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালানো হয়। এসময় ৪৫০ বোতল মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কীটনাশক (সালসানফান) জব্দ করা হয়। এগুলো বিক্রির উদ্দেশ্যে ট্রাকে লোড করে ভাল পণ্যের সাথে মিশানো ছিল। যেগুলোকে বাগমারা উপজেলার তাহেরপুরে পাঠানো হচ্ছিল।

এছাড়াও স্টোর রুমের ভিতরে একইসাথে বিক্রির উদ্দেশ্যে ভাল পণ্যের সাথে মেয়াদোত্তীর্ণ পণ্য রেখেছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়াদত্তীর্ণ কীটনাশকগুলো ধ্বংস করে মাটিতে পুঁতে দেয়া হয়।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top