রাজশাহী মঙ্গলবার, ২৮শে মার্চ ২০২৩, ১৫ই চৈত্র ১৪২৯

বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

কাটাখালী পৌর মেয়রের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৭

আপডেট:
২৮ মার্চ ২০২৩ ২১:০৫

কাটাখালী পৌর মেয়রের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

 

রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংসাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন আসন্ন পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পবা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জহুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ, পবা উপজেলা সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গিস আক্তার শেলী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোকনুজ্জামান মাসুদ, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোত্তালিব, পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সামা, কাটাখালী পৌর যুবলীগের আহবায়ক জনি ইসলাম, যুগ্ম আহবায়ক শরিয়ত উল্লাহ, সাইদুর রহমান প্রমুখ।

কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী বলেন, কারো নামে অভিযোগ উঠতেই পারে। তার মানে সেগুলো সত্য নয়। এসব অভিযোগ ভুয়া ও মিথ্যা।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top