রাজশাহী সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২

বাঘায় দুঃস্থরা পেল বিজিবির জব্দকৃত ইলিশ!


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৬

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ০০:৩৮

জব্দকৃত ইলিশ তুলে দেয়া হয়। ছবি: প্রতিনিধি

রাজশাহী বাঘায় আলাইপুর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) কর্তৃক জব্দ করা ইলিশ এতিমখানা, গুচ্ছগ্রাম ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় কেজি ওজনের ৬০ পিচ ইলিশ মাছ জব্দ করে উপজেলার সীমান্ত এলাকার আলাইপুর বিজিবি। পরে সেই মাছগুলো উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজার মাধ্যমে বিতরণ করা হয়।

আলাইপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা মাছগুলো প্যাকেটজাত করে নৌকায় নদীপথে ভারতে পাচারের জন্য পদ্মার পাড়ে অপেক্ষা করছিল। বিজিবির টহল দল সন্দেহজনিত কারণে,প্যাকেটে কি মাছ আছে জানতে চাই। এ সময় চোরাকারবারির ২ সদস্য রুই,কাতল মাছ আছে বলে কৌশলে পালিয়ে যায়।মঙ্গলবার দুপুর ২টায় বিজিবির একটি টহল দল হাজামপাড়া এলাকার ৫০০মিটার দুরে পদ্মার পাড় থেকে সেই ইলিশ মাছগুলো জব্দ করে।

উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা জানান, মাছগুলো তার কার্যালয়ে আনার পর এতিমখানা, গুচ্ছগ্রাম ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top