বাঘায় হাজার টাকার আটটি জাল নোটসহ ২ যুবক আটক
রাজশাহীর বাঘায় জাল নোটসহ ২ যুবককে আটক করেছে পুৃলিশ। এসময় তাদের কাছ থেকে ৮টি ১ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। বুধবার (৯সেপ্টেম্বর) সন্ধার আগে বাঘা মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ওই যুবকের একজনের বাড়ি বাঘা পৌর সভার মর্শিদপুৃর গ্রামে। তার বয়স ১৩ বছর । অপরজন একই পৌর সভার চাকিপড়া গ্রামের বাসিন্দা। তার বয়স ১৮ বছর। তারা ২ জনই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। তথ্য অনুসন্ধানের স্বার্থে তাদের নাম ও পিতার নাম গোপন রাখা হয়েছে।
বাঘা থানার এসআই নাজমুল হক জানান,তারা ৫০% কমিশনে জাল নোটগুলো বিক্রির জন্য মাজার এলাকায় ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জয়নাল আবেদীন ও সংগীয় ফোর্স নিয়ে তাদের আটক করে জাল নোটগুলো জব্দ করা হয়। সিনিয়র এএসপি (বাঘা-চারঘাট সার্কেল ) নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে জানান এসআই নাজমুল হক।
আরপি/আআ-০১
আপনার মূল্যবান মতামত দিন: